ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্বাধীনতার সঙ্গে বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দিয়েছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, মার্চ ১, ২০২০
স্বাধীনতার সঙ্গে বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দিয়েছেন বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

ঢাকা: স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দেওয়ার সঙ্গে বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে সোনার বাংলার স্বপ্ন দিয়েছেন। এ স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার।

রোববার (০১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মহসীন হল মাঠে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপের উদ্বোধনকালে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

স্পেলবাউন্ড লিও বার্নেটের সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রভোস্ট অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, আয়োজনের মূল পৃষ্ঠপোষক পোলার আইসক্রিমের প্রধান নির্বাহী শাহ মাসুদ ইমাম প্রমুখ।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুকে জানতে হলে তার লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও তার ভাষণ পড়তে হবে। তাহলেই জানা যাবে কীভাবে সোনার বাংলা প্রতিষ্ঠা করা যাবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের তিনি বলেন, জয়-পরাজয় বিষয় নয়, প্রতিযোগিতায় অংশ নেওয়াটাই বড়। আমাদের প্রত্যেকের মাঝে সবকিছু করার ক্ষমতা রয়েছে। শুধু দরকার আত্মপ্রত্যয়। এটা থাকলে আমরা সব করতে পারবো।

১৭ মার্চ (মঙ্গলবার) থেকে শুরু হবে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যায়ল স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। মোট ১২টি ইভেন্টে এ প্রতিযোগিতায় ১০২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। ইভেন্টগুলো হলো, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, সাঁতার, টেবিল টেনিস, ভবিবল, সাইক্লিং ও কাবাডি।

১২০০ নারী প্রতিযোগীসহ মোট ছয় হাজার প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ৬৮৭টি পদকের জন্য লড়বেন তারা।

১৭ এপ্রিল (শুক্রবার) প্রতিযোগিতা শেষ হবে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
ডিএন/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।