ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নাদাল-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নাদাল-জোকোভিচ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নাদাল ও জোকোভিচ/ছবি: সংগৃহীত

রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ডে ভাগ বসানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন রাফায়েল নাদাল। একই রাতে ফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচও।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ বাছাই এই স্প্যানিশ কিংবদন্তি ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে দিয়েগো শোয়ার্জমানকে ৬-৩, ৬-৩, ৭-৬ (৭-০) গেমে হারিয়েছেন। আর্জেন্টাইন টেনিস তারকাকে হারাতে ৩ ঘণ্টার লড়াইয়ে হারানো নাদাল এই নিয়ে রোলাঁ গারোয় ক্যারিয়ারের ১৩তম ফাইনালে উঠলেন।

অন্যদিকে ষষ্ঠ বাছাই স্তেফানো সিতসিপাসকে ৩ ঘণ্টা ৪৬ মিনিট দীর্ঘ লড়াইয়ে ৬-৩, ৬-২, ৫-৭, ৪-৬ ও ৬-১ গেমে হারিয়েছেন জোকোভিচ। দুই সেট হেরে যাওয়ার পর তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিলেন গ্রিক টেনিস তারকা। পরের গেমেও জিতে জোকারের ঘাম ঝরিয়ে দিয়েছিলেন তিনি। তবে শেষ সেটে ঠিকই একতরফাভাবে জিতে নেন সার্বিয়ান তারকা।

রোববার (১১ অক্টোবর) ফাইনালে নাদালের মুখোমুখি হবেন জোকোভিচ। ফাইনাল জিতলেই সুইস কিংবদন্তি রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ডে ভাগ বসাবেন নাদাল। অন্যদিকে টেনিসের উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে দু’বার ক্যারিয়ার স্ল্যাম জেতার অনন্য মাইলফলক গড়বেন জোকোভিচ। চারটি মেজর দু’বার করে জেতার এই কীর্তি নেই আরও কারো।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।