ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩১, ১৫ আগস্ট ২০২৪, ০৯ সফর ১৪৪৬

খেলা

জয় দিয়ে অভিষেক রাঙালেন রাডুকানু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
জয় দিয়ে অভিষেক রাঙালেন রাডুকানু

টেনিস কোর্টে দারুণভাবে প্রত্যাবর্তন করেছেন ব্রিটিশ তারকা এমা রাডুকানু। গত সেপ্টেম্বরে ইউএস ওপেনে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হওয়ার পর টেনিস কোর্টে ভালো সময় যায়নি তার।

এবার অস্ট্রেলিয়ান ওপেনে অভিষেকেই যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিভেন্সকে হারিয়ে নিজের যোগ্যতার জানান দিলেন ব্রিটেনের এই টেনিস তারকা।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে মন্টিনেগ্রোর দানকা কোভিনিচের মুখোমুখি হবেন রাডুকানু।

রাডুকানুর প্রতিপক্ষ স্টিভেন্স ২০১৬ সালে জিতেছিলেন ইউএস ওপেন। ম্যাচে জয় পেয়েও প্রতিপক্ষের প্রশংসা করে ব্রিটিশ তারকা বলেন, ‘আমি ও স্লোয়ান দুজনেই কোর্টে শতভাগ উজাড় করে দিয়েছি এবং খুব ভালো একটি ম্যাচ হয়েছে। আমাদের দুর্দান্ত লড়াই হলো এবং এমন একজন দুর্দান্ত চ্যাম্পিয়নের বিপক্ষে জিততে পেরে আমি খুশি। ’

টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেন জয়ের অনন্য কীর্তি গড়েছিলেন রাডুকানু। ১৭ দিনের মধ্যে বাছাইপর্বের তিনটিসহ মোট ১০ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।