ঢাকা, বৃহস্পতিবার, ৩১ শ্রাবণ ১৪৩১, ১৫ আগস্ট ২০২৪, ০৯ সফর ১৪৪৬

খেলা

আম্পায়ারের চেয়ারে আঘাত করে নিষিদ্ধ টেনিস খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
আম্পায়ারের চেয়ারে আঘাত করে নিষিদ্ধ টেনিস খেলোয়াড়

মেক্সিকান ওপেনের দ্বৈতে হারের পর টেনিস র্যাংকিংয়ের তিন নম্বরে থাকা আলেকজান্দার জভেরেভ মেজাজ হারালেন। ম্যাচ শেষে এই জার্মান আম্পায়ারের চেয়ারে আঘাত করলেন র্যাকেট দিয়ে।

তাও একবার নয়, তিন-তিনবার!

আম্পায়ারের পা থেকে র্যাকেটের দূরত্ব ছিল মাত্র তিন ইঞ্চি। তৃতীয় সেটে টাইব্রেক চলার সময় একটা পয়েন্ট নিয়ে আপত্তি তুলেছিলেন অলিম্পিকে সোনাজয়ী এই জার্মান। রেফারি একমত হননি। সেই ক্ষোভটা ঝেড়েছেন ম্যাচ শেষে।  

এর খেসারতও দিতে হয়েছে তাকে। অখেলোয়াড়সুলভ আচরণের জন্য জভেরেভকে নিষিদ্ধ করা হয়েছে মেক্সিকান ওপেন থেকে। এককে তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ওয়াকওভার। এমন আচরণে মোটা অঙ্কের জরিমানা করতে পারে এটিপিও।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।