ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

শিরোপা জিতলেন জোকোভিচ, হারলেন সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
শিরোপা জিতলেন জোকোভিচ, হারলেন সেরেনা ছবি: সংগৃহীত

ঢাকা: কে থামাবে নোভাক জোকোভিচকে? বছরের প্রথম গ্রান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর এবার ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স বা বিএনপি পারিবাস ওপেনেও তাঁর জয়জয়কার। পঞ্চমবারের মতো এ শিরোপা জিতলেন সার্বিয়ান টেনিস সেনসেশন।

অন্যদিকে, নারী এককের ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে হেরে গেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস।

সোমবার (২১ মার্চ) ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলস টেনিস গার্ডেনে জোকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি কানাডিয়ান মিলোস রাওনিক। প্রতিদ্বন্দ্বীকে সরাসরি সেট ৬-২, ৬-০ গেমে উড়িয়ে দেন র‌্যাংকিংয়ের শীর্ষ তারকা। ম্যাচের ব্যাপ্তি ১ ঘণ্টা ১৭ মিনিট।

অবশ্য, ফিটনেস সমস্যায় ভোগা রাওনিক দুই সেটেই ফিজিওর ট্রিটমেন্ট গ্রহণ করেন। ২৭তম এটিপি মাস্টার্স টাইটেল জিতে রাফায়েল নাদালের রেকর্ডেও ভাগ বসান জোকোভিচ।

আরেকটি ফাইনালে এসে হতাশায় ডোবেন সেরেনা। শিরোপা নির্ধারণী ম্যাচে দুই সেটেই সমান ৬-৪, ৬-৪ গেমে হার মানেন মার্কিন টেনিস তারকা। ইন্ডিয়ান ওয়েলসের মুকুট জেতেন বেলারুশ কন্যা আজারেঙ্কা। ম্যাচে ব্যাপ্তি ছিল ৯০ মিনিট।

শুধু তাই নয়, ২০১৩ সালের পর সেরেনার বিপক্ষে জয় খরা কাটালেন সাবেক বিশ্বসেরা আজারেঙ্কা। দু’জনের মধ্যে ডব্লিউটিএ ফাইনালের মুখোমুখি লড়াইয়ে এটি তাঁর চতুর্থ সাফল্যও বটে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ