ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

অলিম্পিকের পর সিনসিনাটিতে মারের দাপুটে শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
অলিম্পিকের পর সিনসিনাটিতে মারের দাপুটে শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকে গোল্ড জয়ের পর সিনসিনাটি মাস্টার্সে (ওয়েস্টার্ন এন্ড সাউদার্ন ওপেন) কোর্টে ঝড় তুলছেন অ্যান্ডি মারে। দুর্দান্ত জয়ে ওঠে গেছেন তৃতীয় রাউন্ডে।

অপর ম্যাচে প্রত্যাশিত জয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন রাফায়েল নাদাল।

অলিম্পিক ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টেনিস এককে দু’টি স্বর্ণ (২০১২, ২০১৬) জয়ের অনন্য কীর্তি গড়েন মারে। রিওতে আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে তিনি সেরার আসনে বসেন। ব্রাজিলে এমন অভূতপূর্ব সাফল্যটা যুক্তরাষ্ট্রে টেনে আনলেন ব্রিটিশ নাম্বার ওয়ান।

সিনসিনাটি শহরের লিন্ডনার ফ্যামিলি টেনিস সেন্টারে দেল পোত্রোর স্বদেশী হুয়ান মোনাকোকে সরাসরি সেট ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দেন তিনি। পুরো ম্যাচের ব্যাপ্তি এক ঘণ্টা ১৭ মিনিট। অবশ্য প্রথম সেটের পর মারেকে কাঁধের চিকিৎসা নিতে হয়েছিল।

উরুগুয়ের পাবলো কুয়েভাসের বিপক্ষে প্রথম সেটটি ৬-১ গেমে জিতলেও দ্বিতীয় সেটে ঘাম ঝরানো জয় পান নাদাল। ৬-৬ সমতায় থাকা সেটটি টাইব্রেকারে ৭-৪ পয়েন্টে জিতে স্বস্তির নিঃশ্বাসই ফেলেন রিও অলিম্পিক এককের সেমিফাইনালিস্ট ও ডাবলসের গোল্ড বিজয়ী।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের মুখোমুখি হবেন মারে। আর ক্রোয়েশিয়ান বোর্না কোরিকের বিপক্ষে কোর্টে নামবেন স্প্যানিশ আইকন নাদাল।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ