ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

কোয়ার্টারে মারে-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
কোয়ার্টারে মারে-জোকোভিচ ছবি: সংগৃহীত

ঢাকা: চায়না ওপেন জয়ের পর সাংহাইতেও দুর্দান্ত গতিতে ছুটছেন অ্যান্ডি মারে। শিরোপা দৌড়ে পৌঁছে গেছেন কোয়ার্টার ফাইনালে।

আরেক হট ফেভারিট নোভাক জোকোভিচও শেষ আটে পা রেখেছেন। এর আগে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।

সাংহাই রোলেক্স মাস্টার্সের তৃতীয় রাউন্ডের ম্যাচটি একতরফাভাবেই জিতে নেন মারে। চারটি গেম জিতলেও প্রতিরোধ গড়তে পারেননি ফ্রেঞ্চ তরুণ লুকাস পাউলি। ৬-১, ৬-৩ গেমের সহজ জয়ে কোয়ার্টার নিশ্চিত করেন ব্রিটিশ নাম্বার ওয়ান।

অন্যদিকে, ফিটনেস সমস্যায় সম্প্রতি চায়না ওপেন মিস করা ওয়ার্ল্ড নাম্বার ওয়ান জোকোভিচকে খানিকটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়। কানাডিয়ান  ভাসেক পোসপিসিলকে সমান ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন সার্বিয়ান টেনিস সেনসেশন।

সেমিতে ওঠার লক্ষ্যে বেলজিয়ান ডেভিড গফিনের বিপক্ষে মারে ও জার্মানির মিসচা জারেভের মুখোমুখি হবেন জোকোভিচ।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ