ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

দেশে ফিরে বিরোচিত সংবর্ধনা পেলেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
দেশে ফিরে বিরোচিত সংবর্ধনা পেলেন ফেদেরার ছবি:সংগৃহীত

ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ডস্ল্যাম জিতে জয় উৎসব যেন শেষই হচ্ছে না রজার ফেদেরারের। হবেই বা কেন? পাঁচ বছর পর মেজর কোনো ট্রফির স্বাদ পেয়েছেন এই জীবন্ত কিংবদন্তি। পাশাপাশি নিজের প্রিয় ইভেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা হাতে উঠে সাত বছর পর।

দীর্ঘদিন পর শিরোপা জিতে একের পর এক সংবর্ধনা পেয়েই যাচ্ছেন ফেডেক্স খ্যাত এ তারকা। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে ট্রফি জেতার উৎসবে মেজাজ একটু বেশিই মনে হচ্ছে ফেদেরারের মাঝে।

পুরো দু’দিন অস্ট্রেলিয়াতে উদযাপন করেছেন। এবার দেশে ফিরে সমর্থকদের থেকে বিরোচিত সংবর্ধনা পেলেন তিনি।

সুইজারল্যান্ডের জুরিখে বিমান থেকে নামার পর ৩৫ বছর বয়সী ফেদেরারকে বিশাল অভ্যর্থনা জানায় তার সমর্থকরা। আর ভক্তদের পেয়ে খুশির জোয়ার আরও বেড়ে যায় রেকর্ড ১৮টি গ্র্যান্ডস্ল্যাম মালিকের।

ফাইনালের মহাকাব্যিক সেই খেলায় স্প্যানিশ তারকা নাদালকে পাঁচ সেটের মধ্যে ৩-২ ব্যবধানে হারান ফেদেরার। আর এই জয়ের ফলে সবচেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসেবে গত ৪৬ বছরের মধ্যে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন সুইস তারকা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ