ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

শিরোপা জিতে রেকর্ড গড়লেন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, মে ১৫, ২০১৭
শিরোপা জিতে রেকর্ড গড়লেন নাদাল শিরোপা জিতে রেকর্ড গড়লেন নাদাল-ছবি:সংগৃহীত

নিজের অসাধারণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন রাফায়েল নাদাল। মাদ্রিদ ওপেনে ডোমিনিক থিয়েমকে হারিয়ে শিরোপা জিতলেন স্প্যানিশ তারকা। আর এ ট্রফির জয়ের ফলে সর্বোচ্চ পাঁচবার শিরোপা ঘরে তুলে রেকর্ড গড়লেন তিনি।

ক্লে কোর্টের রাজা এদিন অস্ট্রিয়ান তারকা থিয়েমের বিপক্ষে ফাইনালে বেশ প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম সেটে ৭-৬ গেমে কষ্টার্জিত জয় পান।

তবে দ্বিতীয় সেট ৬-৪ গেমে জিতে শিরোপা নিজের করে নেন। এ নিয়ে চলতি মৌসুমে টানা তিনটি ট্রফি ঘরে তুললেন সাবেক নাম্বার ওয়ান তারকা

এর আগে নোভাক জোকোভিচের সঙ্গে টানা সাত ম্যাচ হারের পর এ আসরে সেমিফাইনালে জিতে ফাইনাল নিশ্চিত করেন ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল।

এ মাসেই শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। তাই মাদ্রিদ ওপেন জিতে বেশ ভালো প্রস্তুতি হয়ে গেল নাদালের। ফ্রেঞ্চ ওপেন একমাত্র গ্র্যান্ড স্ল্যাম যেখানে ক্লে কোর্টে খেলা হয়। আর এই ফ্রেঞ্চ ওপেনেই ক্যারিয়ারে সর্বোচ্চ ৯টি শিরোপা জিতেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ১৫ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ