ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ঘুরে দাঁড়ানো জয়ে তৃতীয় রাউন্ডে ভেনাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
ঘুরে দাঁড়ানো জয়ে তৃতীয় রাউন্ডে ভেনাস নাস উইলিয়ামস/ছবি: সংগৃহীত

অন্তঃসত্ত্বা হওয়ার কারণে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের এবারের আসরে খেলছেন না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। উইলিয়ামস পরিবারের পুরো আলোটা এখন বড় বোন ভেনাস উইলিয়ামসের ওপর। এরই মধ্যে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

একটি রেকর্ডও গড়েছেন ৩৭ বছর বয়সী ভেনাস। এটি ছিল তার ৯৭তম উইম্বলডন ম্যাচ।

যেটি বর্তমানে খেলছেন পুরুষ কিংবা নারী যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।

চীনের ওয়াং কিয়াংয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও দাপুটে জয় নিয়ে কোর্ট ছাড়েন সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী (উইম্বলডনে পাঁচবার)। প্রথম সেটে ৬-৪ গেমে হেরে যান। একই ব্যবধানে পরের সেট জিতে ঘুরে দাঁড়ান ভেনাস। ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটে প্রতিপক্ষকে আর দাঁড়াতে দেননি। ৬-১ গেমের উড়ন্ত পারফরম্যান্স প্রদর্শন করেন তিনি।

চতুর্থ রাউন্ড নিশ্চিতের ম্যাচে জাপানিজ তরুণী নাওমি ওসাকার মুখোমুখি হবেন ভেনাস। যিনি চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রিকোভাকে ৬-১, ০-৬, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ৬ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ