ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

সবার শেষে শেষ আটে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
সবার শেষে শেষ আটে জোকোভিচ ছবি: সংগৃহীত

দর্শক নিরাপত্তা উদ্বেগের কারণে দু’দিন পিছিয়ে দেওয়া ম্যাচ জিতে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। ম্যাচের তৃতীয় সেট চলাকালীন কাঁধের ইনজুরিতে ট্রেইনারের সাহায্য নিলেও সরাসরি সেটের পারফরম্যান্সে কোর্ট ছাড়েন সার্বিয়ান টেনিস আইকন।

আদ্রিয়ান মানারিনোর বিপক্ষে চতুর্থ রাউন্ডের ম্যাচটি স্থগিত করাটা রেফারির ‘ভুল সিদ্ধান্ত’ ছিল বলে অভিযোগ তোলেন জোকোভিচ। সেন্টার কোর্টে খেলার সারপেসেরও সমালোচনা করেন ১২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

 নাদালের বিদায়, কোয়ার্টারে মারে-ফেদেরার

.বৃষ্টির কারণে ছাদযুক্ত সেন্টার কোর্টে কোয়ার্টার নির্ধারণী ম্যাচ খেলেন জোকোভিচ। প্রথম সেটটি অনায়াসেই ৬-২ গেমে পার করেন। পরেরটিতেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন। যেটি নিষ্পত্তি হয় টাইব্রেকারে। কিন্তু ম্যাচে ফিরতে পারেননি ফ্রান্সের মানারিনো। ৭-৬ (৭-৫) গেমের ফলাফলে ২-০ তে এগিয়ে যান জোকোভিচ।

তৃতীয় সেটে কাঁধের অস্বস্তিতে ভোগেন জোকোভিচ। শেষ পর্যন্ত ৬-৪ গেমে জিতে কোয়ার্টার পা রাখেন ২০১৫ আসরের চ্যাম্পিয়ন। শেষ আটে তার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ