ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ফাইনালে এসে অঘটনের শিকার ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
ফাইনালে এসে অঘটনের শিকার ফেদেরার ছবি: সংগৃহীত

শিরোপা জয়ের ম্যাচে পরিষ্কার ফেভারিট হয়েও যে এভাবে হেরে যেতে হবে তা হয়তো কল্পনাও করেননি। রজার্স কাপের ফাইনালে অঘটনের শিকারই হয়েছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার। তাকে সরাসরি সেটে হারিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতেন ২০ বছরের জার্মান তরুণ আলেক্সান্ডার জারেভ।

ইউএস ওপেন সামনে রেখে শিরোপা জিতে প্রস্তুতি শুরু করতে পারলেন না ফেদেরার। কানাডা থেকে এখন যেতে হবে আমেরিকায়।

১৪ আগস্ট থেকে শুরু হবে সিনসিনাটি মাস্টার্স। বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের পর্দা উঠবে ২৮ আগস্ট।

বিশ্বের উদীয়মান টেনিস খেলোয়াড়দের মধ্যে জারেভ অন্যতম। কিন্তু ফর্মের তুঙ্গে থাকা অভিজ্ঞ ফেদেরারের সামনে নিজেকে কতটা মেলে ধরতে পারবেন সেটিই দেখার ছিল! যিনি গত মাসেই জেতেন উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। র‌্যাংকিংয়ের সপ্তম স্থানধারী নিজেও আছেন সেরা ফর্মে। ১৯ বারের গ্র্যান্ড স্লাম জয়ীর বিপক্ষে এমন পারফরম্যান্স তার ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকবে।

.কানাডার মন্ট্রিলে আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন জারেভ। প্রথম সেট জিতে নেন ৬-৩ গেমে। ঘুরে দাঁড়াতে ব্যর্থ হন ৩৬-এ পা রাখা ফেদেরার। খানিকটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ রক্ষা হয়নি। দ্বিতীয় সেটে ৬-৪ গেমে হেরে একরাশ হতাশা নিয়েই কোর্ট ছাড়েন।

২০১৭ সিজনের এটিপি (অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস) ওয়ার্ল্ড ট্যুরে এ নিয়ে ফেদেরারের সমান পাঁচটি শিরোপা জিতলেন জারেভ। কানাডিয়ান ওপেন বা রজার্স কাপে প্রথম।

.এদিকে, নারী এককের ফাইনালে ডেনিশ তারকা ক্যারোলিন ওজনিয়াকির বিপক্ষে ৬-৪, ৬-০ গেমের দাপুটে জয়ে শিরোপা উঁচিয়ে ধরেন ইনফর্ম ইলিনা ভিতোলিনা। ডব্লুটিএ (ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন) ট্যুরে মৌসুমের পঞ্চম ট্রফি জিতলেন ২২ বছর বয়সী ইউক্রেন তরুণী। র‌্যাংকিংয়ে তার অবস্থান চতুর্থ। পাঁচ নম্বরে ওজনিয়াকি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ