ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

টানা শিরোপার মিশনে সেমিফাইনালে ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
টানা শিরোপার মিশনে সেমিফাইনালে ফেদেরার ছবি:সংগৃহীত

উড়তে থাকা রজার ফেদেরার পেলেন আরও একটি উড়ন্ত জয়। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিচকে সরাসরি সেটে হারিয়ে আসরটির সেমিফাইনালে পৌঁছে গেলেন এই সুইস কিংবদন্তি।

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় চেক প্রজাতন্ত্রের বার্ডিচকে ৭-৬, ৬-৩, ৬-৪ গেমে উড়িয়ে দেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফেদেরার। ৩৬ বছর বয়সী এ তারকা এবারের আসরে এখন পর্যন্ত কোনো সেট হারেননি।

ফাইনালের মিশনে রেকর্ড ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেডএক্স খ্যাত এ তারকা খেলবেন দক্ষিণ কোরিয়ার হিউনের বিপক্ষে। যিনি কিনা এ আসরে নোভাক জোকোভিচের মতো তারকাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের টেনিস স্যান্ডগ্রেনকে ৬-৪, ৭-৬, ৬-৩ গেমে হারিয়ে প্রথম দক্ষিণ কোরিয়ান খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন ২১ বছর বয়সী হিউন। যার কিনা বিশ্ব র্যাঙ্কিংয়ে অবস্থান ৫৮তম।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ