হাতিরঝিল যেন কোনো শিল্পীর সুনিপুণ হাতে আঁকা এক চিত্রকর্ম। ছবি: জনি সাহা
হাতিরঝিল থেকে: গোধূলিরও শেষ লগ্ন। গাছ-পালার কোলে সন্ধ্যে নেমে গেছে। রাতকে ডাকছে ঘরে ফেরা পাখিরা। আকাশের গায়ে লাল-হলুদ-সাদা-ধূসর-নীল রঙ। সেই রঙ খেলছে ঝিলের পানিতে, চিকচিক করে।
গোধূলি আর আকাশের সেই রঙের খেলায় প্রকৃতির এক অনন্য রূপ। না, কোনো চিত্রকর্ম নয়।
রাজধানীর হাতিরঝিলে খোদ প্রকৃতিদেবই এই চিত্রপট আঁকলেন।
এ ঘোর লাগানো, এ মায়া লাগানো, এ জাদুমাখা এক চিত্রপট!
বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে হাতিরঝিলে যখন বিনোদনপিয়াসীদের মিলনমেলা ভাঙছিল। ধীরে ধীরে ঠিক এমন রূপ নিল প্রকৃতি। আর তা ধরা পড়লো বাংলানিউজের ক্যামেরায়।
পাশ ঘেঁষে কেউ একজন বলে যাচ্ছিলেন, ‘এই মায়ার টানেই তো রাজধানীবাসী ছুটে আসে এখানে, এই হাতিরঝিলে!’
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
এইচএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।