ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

১৯ দিনে ১১২ হজ ফ্লাইট পরিচালনা করেছে বিমান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
১৯ দিনে ১১২ হজ ফ্লাইট পরিচালনা করেছে বিমান  বিমানের একটি হজ ফ্লাইট/ফাইল ফটো

ঢাকা: ১৯ দিনে ১১২টি হজ ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে  ৯৩টি ডেডিকেটেড ও ১৯টি শিডিউল ফ্লাইট। 

মঙ্গলবার (২৩ জুলাই) বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১১২টি হজ ফ্লাইটে ৪১ হাজার ২৬৪ জন হজ যাত্রী সৌদি আরবে গেছেন।

 

দু’মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শিডিউল ৩৬৫টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। যার মধ্যে ৩০৪টি ডেডিকেটেড ও ৬১টি শিডিউল ফ্লাইট। পোস্ট হজে ১৪৭টি ফ্লাইট চলবে ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ থেকে মদিনা ১৮টি ও মদিনা থেকে বাংলাদেশে ১৫টি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, এবার কোনো ফ্লাইটই দেরি করছে না। সময়মতো ছেড়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হজযাত্রীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।  

গত ৪ জুলাই থেকে ২০১৯ সালের হজ ফ্লাইট শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।