ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

পর্যটন শিল্পের উন্নয়নে প্রতিমন্ত্রীর সঙ্গে বিহা’র বৈঠক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
পর্যটন শিল্পের উন্নয়নে প্রতিমন্ত্রীর সঙ্গে বিহা’র বৈঠক

ঢাকা: দেশের পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) একটি প্রতিনিধি দল।

রোববার (০৪ জুলাই) বিহা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতিমন্ত্রীর সঙ্গে বিহা প্রতিনিধিদের এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের পর্যটন শিল্পের উন্নয়নে ভ্যাট, ট্যাক্স, আমদানি শুল্ক ও সাপ্লিমেন্টারি ডিউটি- এগুলো ক্ষেত্রবিশেষে কমানো ও বাতিলের ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়া তিন থেকে পাঁচ তারকামানের হোটেলগুলোকে রপ্তানিকারক প্রতিষ্ঠাগুলোর মতো নগদ অর্থ দেওয়ার ব্যাপারেও আলোচনা হয়।  

এসময় প্রতিনিধিদের এসব বিষয়ে সহায়তার আশ্বাস দেন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।