ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

‘পর্যটন শিল্প বিকাশে বড় ভূমিকা রাখতে পারে গণমাধ্যম’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
‘পর্যটন শিল্প বিকাশে বড় ভূমিকা রাখতে পারে গণমাধ্যম’

ঢাকা: বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে গণমাধ্যম সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। এ স্বাধীনতার কারণে ট্যুরিজম খাত যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি খেয়াল রাখতে হবে।

ট্যুরিজমের বিকাশে দেশপ্রেম প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় পর্যটন শিল্প এগিয়ে যাবে।  

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অ্যাভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ‘ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ-২০১৯’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বের সম্মান পেয়েছেন। জাতিসংঘ তাকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে। এ অর্জনে দেশবাসী খুশি।

এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভুবন চন্দ্র বিশ্বাস।  

এর আগে ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ সংক্রান্ত সনদ এবং পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী। দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট মফিজুল সাদিকসহ ১০ জন গণমাধ্যমকর্মী এ অ্যাওয়ার্ড লাভ করেন।

ফেলোশিপ প্রাপ্ত অন্যরা হলেন-দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার কামরুন নাহার, দৈনিক সমকালের কামরান সিদ্দিকী, ইনকিলাবের হাসান সোহেল, বিটিভির খালিদ আহসান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আশিক হোসেন, এসএ টিভির এম এম বাদশাহ, চ্যানেল ২৪-এর মাহফুজ কামাল, মাই টিভির রাকিব হাসান ও বার্তা ২৪-এর সেরাজুল ইসলাম সিরাজ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।