ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

শর্তসাপেক্ষে খুলেছে কক্সবাজারের হোটেল-মোটেল, বন্ধ পর্যটন কেন্দ্র

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জুন ২৪, ২০২১
শর্তসাপেক্ষে খুলেছে কক্সবাজারের হোটেল-মোটেল, বন্ধ পর্যটন কেন্দ্র

কক্সবাজার: সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল থেকে খুলেছে কক্সবাজারের হোটেল-মোটেল ও গেস্ট হাউস। সরকারি-বেসরকারি দাপ্তরিক কাজে আসা লোকজনকে হোটেল কক্ষ ভাড়া দেওয়া যাবে।

তবে, বন্ধ থাকবে সমুদ্র সৈকতসহ কক্সবাজারের সব পর্যটন কেন্দ্র।

সারাদেশের মতো কক্সবাজারেও করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার বাড়তে থাকলে এ বছরের ১ এপ্রিল থেকে কক্সবাজারের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণার পাশাপাশি পর্যটন এলাকার হোটেল মোটেল ও গেস্ট হাউজগুলো বন্ধ করে দেওয়া হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক ড. মামুনুর রশীদ জানান, পর্যটন সংশ্লিষ্ট মানুষের জীবন-জীবিকা নির্বাহের দাবির পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে হোটেল-মোটেল ও গেস্ট হাউস খুলে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি বাস্তবায়নে গঠন করা হয়েছে একটি মনিটরিং কমিটি। এ কমিটি হোটেল-মোটেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা বেঁধে দিয়েছে। দিকনির্দেশনাগুলো বাস্তবায়নে কোনো ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, করোনা সংক্রমণ বাড়ায় কক্সবাজারের পর্যটন সেক্টর বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু পর্যটন সংশ্লিষ্ট মানুষের জীবন-জীবিকা নির্বাহের দাবির পরিপ্রেক্ষিতে সব বিষয় বিশ্লেষণ করে সীমিত পরিসরে খুলে দেওয়া হচ্ছে হোটেল-মোটেল ও গেস্ট হাউস। খোলার পর স্বাস্থ্যবিধি বাস্তবায়নে পুলিশ-প্রশাসনের চেয়ে হোটেল মোটেল কর্তৃপক্ষের চ্যালেঞ্জ বেশি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। রক্ষা করতে হবে প্রতিশ্রুতি। ব্যবসা করতে হবে নিজের ও অন্যের জীবনকে ঝুঁকিতে না ফেলে। সবাই মিলে নিরাপদে বেঁচে থাকি।

যেসব শর্ত মানতে হবে:
১. বেড়ানোর উদ্দেশ্যে কেউ এলে রুম বুকিং দেওয়া যাবে না।
২. মাত্র ৫০ শতাংশ কক্ষ বুকিং দেওয়া যাবে।
৩. রুম সার্ভিস ব্যতিত বন্ধ থাকবে রেস্টুরেন্ট। বন্ধ থাকবে সুইমিংপুলও।
৪. জরুরি প্রয়োজন ছাড়া কাউকে কক্ষ ভাড়া দেওয়া যাবে না।
৫. হোটেলের প্রবেশমুখে জীবানুনাশক স্প্রে ও তাপমাত্র পরিমাপের ব্যবস্থা রাখতে হবে। লবিসহ সব কক্ষে হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা করতে হবে।
৬. পুরো হোটেলে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ২৪, ২০২১
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।