ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

হাতুড়ি নিয়ে যুবকের তাণ্ডব, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
হাতুড়ি নিয়ে যুবকের তাণ্ডব, আহত ৫

আগরতলা (ত্রিপুরা): মানসিক ভারসাম্যহীন এক যুবকের হামলায় পাঁচ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই জেলার অন্তর্গত চাম্পাহাওড়া থানাধীন পরশুরামবাড়ি এলাকায়।  

স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এলাকার এক মানসিক ভারসাম্যহীন যুবক হাতুড়ি নিয়ে স্থানীয় বাজারে আসে এবং পরপর দুটি দোকানে বসে থাকা মানুষের ওপর এলোপাতাড়ি আঘাত করে। এতে পাঁচ জন আহত হন। তখন অন্যান্য লোকজন তাকে ধরতে চাইলে সে দৌড়ে জঙ্গলে পালিয়ে যায়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। মানসিকভাবে অসুস্থ ওই যুবককে গ্রামবাসী ধরতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবকের নাম ভূপেন্দ্র দেব বর্মা। সে এখনও জঙ্গলে অবস্থান করছে। ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। আহতরা বর্তমানে স্থানীয় খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ওই যুবককে ধরার জন্য জঙ্গলে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
এসসিএন/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।