ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় হযরত মোহাম্মদ(সা.) এর জন্মদিন পালিত হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
ত্রিপুরায় হযরত মোহাম্মদ(সা.) এর জন্মদিন পালিত হচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিপুরায় পালিত হচ্ছে হযরত মোহাম্মদ (সা.) জন্মদিন ঈদে মিলাদুন্নবী। সোমবার (১২ ডিসেম্বর) এ উপলক্ষে আগরতলায় একটি জশনে জুলুসের আয়োজন করা হয়।

আগরতলা: ত্রিপুরায় পালিত হচ্ছে হযরত মোহাম্মদ (সা.) জন্মদিন ঈদে মিলাদুন্নবী। সোমবার (১২ ডিসেম্বর) এ উপলক্ষে আগরতলায় একটি জশনে জুলুসের আয়োজন করা হয়।

এ জুলুসটি আগরতলার ইন্দ্রনগর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রম করে। এতে বিভিন্ন বয়সী মানুষ সামিল হয়েছিলেন। রাজপথ পরিক্রমা শেষে জুলুসটি আবার ইন্দ্রনগর জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

আগরতলা গাউছিয়া সমিতি ও অধ্যক্ষ হজরত মাওলানা সৈয়দ শামসুল হুদা স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় জুলুসটি।

জুলুস শুরুর আগে আগরতলা গাউছিয়া সমিতির প্রচার সম্পাদক মোহম্মদ আব্দুল হাসেম সংবাদ মাধ্যমকে জানান, এদিনে হযরত মোহাম্মদ (সা.) আবির্ভূত হয়েছিলেন। হযরত মোহাম্মদ (সা.) এর  জন্মদিন উপলক্ষে এদিন ত্রিপুরা সরকার ছুটি ঘোষণা করেছে। এদিন রাজ্যের সব অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬

এসসিএন/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।