কলকাতা: ডেবিট বা ক্রেডিট কার্ডে জ্বালানি তেল কিনলে বিশেষ ছাড় পাওয়া যাবে ভারতে। সরকারের তরফে ‘ক্যাশলেস’ পদ্ধতিকে উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতের যেকোনো পেট্রোল পাম্পে এ সুযোগ পাওয়া যাবে। ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াও যেকোনো ধরনের ই-ওয়ালেটেও এ সুবিধা পাওয়া যাবে।
জানা যায়, ক্যাশলেস পদ্ধতিতে প্রতি লিটার পেট্রোল বা ডিজেলে ০.৭৫ শতাংশ ছাড় মিলবে।
ছাড়ের এ অর্থ জমা পড়বে ক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে। কেনার তিনদিনের মধ্যে এ অর্থ জমা পড়বে। ভারতে নোট বাটিলের পর থেকে ‘ক্যাশলেস’ লেনদেনের পক্ষে ব্যাপক প্রচার শুরু হয়েছে। এর অংশ হিসেবেই জ্বালানি তেল কেনায় এ বিশেষ ছাড় দিচ্ছে ভারত সরকার।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
এসএস/জেডএস