ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় আকাশবাণীর সুবর্ণজয়ন্তী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
আগরতলায় আকাশবাণীর সুবর্ণজয়ন্তী উদযাপন আকাশবাণীর সুবর্ণজয়ন্তীতে বক্তারা/ ছবি: বাংলানিউজ

আগরতলা: আগরতলায় সংবাদ মাধ্যম আকাশবাণীর সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দু’দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) আগরতলার উত্তরগেট এলাকায় আকাশবাণী কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল তথাগত রায়।

উপস্থিত ছিলেন আকাশবাণীর সাবেক কর্মকর্তা এন সি দেববর্মা এবং এ কেন্দ্রের সাবেক উপস্থাপিকা যুথিকা বসু ভৌমিক সহ আরও অনেকে।

এ দিন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে অনুষ্ঠিত হবে তথ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, পুতুল নাচ ইত্যাদি।

সুবর্ণজয়ন্তীর শেষ পর্বে অনুষ্ঠিত হবে আগরতলার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসসিএন/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।