ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় মেডিকেলে বদলি করে আন্দোলন বানচালের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
ত্রিপুরায় মেডিকেলে বদলি করে আন্দোলন বানচালের অভিযোগ ছবি: সংগৃহীত

আগরতলা: উপযুক্ত বেতনের দাবিতে আন্দোলনরত ত্রিপুরা মেডিকেল কলেজের কর্মচারীদের অনৈতিকভাবে বদলি করে আন্দোলন বানচালের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ মিলেছে।

কলেজের পরিচালনা কমিটির বিপক্ষে এমন অভিযোগ দিয়েছেন আন্দোলনরত কর্মচারীর‍া।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) আন্দোলনরত কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়, যেসব কর্মচারী ন্যায্য বেতনের দাবিতে আন্দোলন করছেন তাদের বিভিন্ন প্রজেক্টের অধীনে আলাদা-আলাদাভাবে বিভিন্ন সরকারি হাসপাতালে বদলি করা হচ্ছে।

যা সম্পূর্ণভাবে বেআইনি।

মূলত তাদের আন্দোলনকে দুর্বল করে দেওয়ার জন্য কলেজের পরিচালন কমিটি এই বেআইনি পথ বেছে নিয়েছে বলেও জানান তারা।

এই অপচেষ্টার পরও ন্যায্য বেতনের জন্য কর্মচারীদের আন্দোলন জারি থাকবে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।