কলেজের পরিচালনা কমিটির বিপক্ষে এমন অভিযোগ দিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) আন্দোলনরত কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়, যেসব কর্মচারী ন্যায্য বেতনের দাবিতে আন্দোলন করছেন তাদের বিভিন্ন প্রজেক্টের অধীনে আলাদা-আলাদাভাবে বিভিন্ন সরকারি হাসপাতালে বদলি করা হচ্ছে।
মূলত তাদের আন্দোলনকে দুর্বল করে দেওয়ার জন্য কলেজের পরিচালন কমিটি এই বেআইনি পথ বেছে নিয়েছে বলেও জানান তারা।
এই অপচেষ্টার পরও ন্যায্য বেতনের জন্য কর্মচারীদের আন্দোলন জারি থাকবে বলেও জানান তারা।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এসসিএন/আইএ