ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

চা চাষের যুক্ত হচ্ছে ত্রিপুরার উপজাতিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
চা চাষের যুক্ত হচ্ছে ত্রিপুরার উপজাতিরা ত্রিপুরার চা বাগানে আদিবাসিরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বিকল্প আয়ের উৎস হিসেবে চা চাষের সঙ্গে যুক্ত করা হচ্ছে ত্রিপুরা রাজ্যের উপজাতিদের।

ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ দফতরের উদ্যোগে ও ভারত সরকারের বিশেষ সহায়তা প্রকল্পের অধীনে (২০১৬-১৭) অর্থ বছরে মোট একশ’ ২০ উপজাতি পরিবারকে চা চাষের সঙ্গে যুক্ত করা হয়েছে।

এর মধ্যে খামতিংবাড়ির ৪৭টি, দীনকোবরা ৪৪টি, ভৃগুদাসবাড়ির ৯টি এবং কাঁথিরামবাড়ির ২০টি পরিবারকে এ প্রকল্পের আওতায় আনা হয়েছে।

বনাধীকার আইনে রাজ্যের পশ্চিম জেলার মান্দাই ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় বসবাসরত দারিদ্র সীমার নিচের যে সব লোক জমির পাট্টা পেয়েছেন, তাদের বিকল্প আয়ের উৎস হিসেবে চা চাষের সঙ্গে যুক্ত করা হচ্ছে।

প্রতি হেক্টর চা বাগিচা গড়তে খরচ হয়েছে ৬৯ হাজার ৩শ’ ৪২ রুপি করে। পশ্চিম জেলা প্রশাসনের উপজাতি কল্যাণ আধিকারিক সুবোধ দেববর্মা এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসসিএন/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।