ভারী বৃষ্টিতে ত্রিপুরায় ব্যাপক ক্ষতি-ছবি: বাংলানিউজ
আগরতলা: ভারী বৃষ্টিতে ত্রিপুরা রাজ্যে ফসলি জমির ব্যাপক ক্ষতির পাশাপাশি জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। রাজ্যের নিচু এলাকাগুলোতে জমেছে পানি; যার ফলে যানবাহন ও মানুষের চলাচল বিঘ্ন ঘটছে। টানা বর্ষণে জমির ফসল ডুবে যাওয়ায় কৃষকের কপালে চিন্তার ভাঁজ পরেছে।
শনিবার (২২ এপ্রিল) সকাল থেকে রাজধানী আগরতলাসহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হয়।
ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে রাজধানীর আর এম এস চৌমুহনী, বিদুরকর্তা চৌমুহনী, কদমতলী, ব্যানার্জীপাড়া, পূর্ব আগরতলার সামনের এলাকাসহ নিচু এলাকাগুলোতে পানি জমে।
ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, কর্মস্থলগামী মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়ে মানুষ। এর মধ্যে অনেকেই বৃষ্টিতে ভিজে নিজ নিজ গন্তব্যে রওয়ানা দেন। শনিবার সকাল থেকে রাজধানীতে বৃষ্টি হলেও রাজ্যের অন্য এলাকায় শুক্রবারও (২১ এপ্রিল) বৃষ্টি হয়। এর ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় সবজিসহ আবাদি জমি পানিতে ডুবে গেছে। রাজ্যের খোয়াই জেলার কল্যাণপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকার কৃষি জমিতে অন্য এলাকার তুলনায় পানি জমেছে বেশি। এই এলাকার কৃষি জমিতে বেশি ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।
চাষিরা জানায়, সবজি ক্ষেতে টানা তিন, চারদিন পানি জমা থাকলে সবজি গাছের গোড়ায় পচন ধরে। তাদের আশঙ্কা এভাবে আর দুইদিন বৃষ্টি হলে সব গাছ মরে যাবে। তখন চাষিদের মাথায় হাত পড়বে।
বাংলাদেশ সময়: ০৪৪৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এসসিএন/এমসি/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।