ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আগরতলা

শেষ হলো তিন বাংলার নান্দনিক সন্ধ্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, মে ১, ২০১৭
শেষ হলো তিন বাংলার নান্দনিক সন্ধ্যা শেষ হলো তিন বাংলার নান্দনিক

আগরতলা: তিন বাংলার শিল্পীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ, কলকাতা ও ত্রিপুরার দ‍ুই দিনব্যাপী ২৩তম বাৎসরিক নান্দনিক সন্ধ্যা।

রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শেষ হয় গীততীর্থ আয়োজিত এ মিলন মেলার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আগরতলায় বাংলাদেশ সহকারী হাই-কমিশনের প্রথম সচিব মোহম্মদ মনিরুজ্জামান, ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট লেখক অগ্নিকুমার আচার্য্য, বিশিষ্ট গবেষক ড. আশিষ কুমার বৈদ্য, রাজ্যের বিশিষ্ট শিল্প ব্যক্তিত্ব তথা সাংবাদিক অমিত ভৌমিক প্রমুখ।

সহকারী হাই-কমিশনের প্রথম সচিব মনিরুজ্জামান বলেন, মানুষের বিকাশ ও সুকুমার বৃত্তির জন্য সংগীত ও সাংস্কৃতি চর্চা অত্যন্ত জরুরি। বর্তমান পরিস্থিতে সাংস্কৃতিক উদ্যোগ ও চর্চা খুবই প্রয়োজন।

রাজ্যের বিভিন্ন বয়সী শিশু কিশোরদের নিয়ে গীততীর্থের উদ্যোগে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত অতিথিরা এই প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী খুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসসিএন/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।