রোববার (০৭ মে) বিকেলে স্থানীয় গৌরনগরে পুলিশ সুপারের অফিস ও পুলিশ রির্জাভের মধ্যবর্তী এলাকায় খালি জায়গায় রাস্তার পাশে মাটির নিচ থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।
এদিন বিকেলে এলাকার একদল কিশোর খেলার ছলে মাটি খুঁড়ার সময় এগুলো দেখতে পায়।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে বয়স্কদের ধারণা, গ্রেনেডগুলো ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। কারণ তখন এলাকাটি জঙ্গলে ঘেরা ছিল এবং এখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল।
তবে এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, মাটির নিচে এমন আরও গ্রেনেড পাওয়া যেতে পারে। তাই বাড়ানো হয়েছে নিরাপত্তা।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসসিএন/এএটি/আইএ