এর প্রতিবাদে শনিবার (১৩ মে) শান্তিবাজার বিলোনীয়া সড়ক অবরোধ করেন গর্দাং এলাকাবাসী। একপর্যায়ে তারা সড়কের উপর বসে পড়েন।
এতে সড়কের উভয় দিকে গাড়ির দীর্ঘলাইন সৃষ্টি হয়। তিনঘণ্টার বেশি সময় ভোগান্তিতে পড়েন ওই সড়ক ব্যবহারকারীরা।
খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে যান শান্তিবাজার মহকুমার মহকুমা শাসক (এসডিএম) বিশ্বশ্রী বি’র নেতৃত্বে পুলিশ বাহিনী। তিনি বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেন।
তবে এলাকাবাসী জানান, সমস্য সমাধান না হলে তারা ফের আন্দোলনে সামিল হবেন।
এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টির পানিতে রেলের রাস্তার লাল মাটি কৃষি জমিতে পড়ে জমির উর্বরতা হারাচ্ছে। তাছাড়া তাদের যাওয়া-আসার রাস্তার উপর দিয়ে আড়াআড়িভাবে রেলে রাস্তা উঁচু করায় যাতায়তে সমস্যা হচ্ছে। সমস্যা সমাধানে তিন বছর ধরে নির্মাণ প্রতিষ্ঠানের কাছে দাবি জানিয়েও কোনো সুফল হয়নি।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এসসিএন/জেডএস