মঙ্গলবার (১৬ মে) দুপুরে আগরতলায় এক সংবাদ সম্মেলন আইপিএফটি'র সভাপতি এনসি দেববর্মা এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে এক চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়।
বর্তমান সরকার আইপিএফটি দলের পৃথক তিপ্রাল্যান্ড রাজ্যের দাবির প্রতি সহমত পোষণ করছে তাই দিল্লিতে ডেকেছে, এমনটাই মনে করেন এনসি দেববর্মা। আলোচনা ফলপ্রসূ হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।
বৈঠকে যোগ দিতে এনসি দেববর্মার নেতৃত্বে আইপিএফটি দলের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে দিল্লির উদ্দেশে প্লেনে করে রওনা দেন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসসিএন/জিপি/এমজেএফ