ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা থেকে সাত বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুন ৯, ২০১৭
ত্রিপুরা থেকে সাত বাংলাদেশি আটক ত্রিপুরা থেকে সাত বাংলাদেশি আটক

আগরতলা: বাংলাদেশ থেকে অবৈধভাবে ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশ করে আসাম রাজ্যের রাজধানী গৌহাটি যাওয়ার পথে সাত বাংলাদেশি আটক হয়েছেন।

আগাম খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা থেকে তাদের আটক কর‍া হয়।

শুক্রবার (৯ জুন) ৪৪ নম্বর জাতীয় সড়কের করইলং এলাকায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক কিরণ কুমারের নেতৃত্বে অভিযানে আটক হন তারা।

এদের মধ্যে একজন পুরুষ, দুই জন মহিলা ও চার জন নাবালক বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পুলিশ আধিকারিক কিরণ কুমার।

প্রাথমিকভাব জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে তারা বাসে করে গৌহাটি পৌঁছে সেখান থেকে দিল্লি যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

আটকদের প্রথমে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায় পুলিশ ও পরবর্তীতে খোয়াই আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।