ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আইপিএফটি ত্রিপুরায় অশান্তি সৃষ্টি করছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
আইপিএফটি ত্রিপুরায় অশান্তি সৃষ্টি করছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আইপিএফটি দল দিল্লির বিজেপি সরকারের ইশারাতে ত্রিপুরা রাজ্যে অশান্তির সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেছেন সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন ধর।

রোববার (১৮ জুন) আগরতলার মেলার মাঠ এলাকার দশরথদের স্মৃতি ভবনে দলের রাজ্য কমিটির অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

বিজন বলেন, আইপিএফটি দল দিল্লির বিজেপি সরকারের ইশারাতে ত্রিপুরা রাজ্যে অশান্তির  সৃষ্টি করতে চাইছে।

তারা অনির্দিষ্টকালের জন্য আইপিএফটি ত্রিপুরার ৪৪ নম্বর জাতীয় সড়ক ও রেলপথ বন্ধের যে ডাক দিয়েছে তার পেছনে বিজেপির পূর্ণ সমর্থন রয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, আইপিএফটি দলের প্রতিষ্ঠাতা সভাপতি এনসি দেববর্মা বিজেপি দলের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টি দলের অন্য নেতারা জানতে পারায় তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। তাই তিনি এখন নিজের কিছু সদস্যদের নিয়ে বিজেপির কথায় উঠা বসা করছেন। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির সামনে আইপিএফটি দলের পৃথক রাজ্য তিপ্রাল্যান্ডের বিরোধিতা করলেও পেছন থেকে তা সমর্থন করছেন বলেও অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বিজন ছাড়াও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস।

বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসসিএন/ইউএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।