ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আগরতলা

বন্যায় ত্রিপুরার পশ্চিম জেলায় ক্ষতি পাঁচ লাখ রুপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
বন্যায় ত্রিপুরার পশ্চিম জেলায় ক্ষতি পাঁচ লাখ রুপি ত্রিপুরার পশ্চিম জেলার জলাশয়, ছবি: বাংলানিউজ

আগরতলা: সম্প্রতি ত্রিপুরার বিভিন্ন জেলাজুড়ে যে বন্যা হয়েছে তাতে শুধুমাত্র রাজ্যের পশ্চিম জেলাতেই দুই হাজার ৯শ ৫৮ জন মৎস্য চাষি ও এক হাজার ৩শ ৩৭ জন ফসল চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বন্যার পানিতে ৪শ ১৯টি মাছ চাষের পুকুরের পাড় ভেঙে পড়েছে। মাছে ক্ষতি হয়েছে একশ ৯৫ মেট্রিক টন; পুকুরের পাড় ভেঙে যাওয়ায় বন্যার পানিতে এই পরিমাণ মাছ ভেসে গেছে।

মাছ, পোনা মাছ ও সংশ্লিষ্ট বিষয়ে ক্ষতির পরিমাণ প্রায় চার কোটি ৩৮ লাখ ৩৪ হাজার রুপি। ফসলের ক্ষতি হয়েছে ৭৭ লাখ ৭৫ হাজার রুপি। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ পাঁচ কোটি রুপির বেশি। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নিচ্ছে সরকার।  

ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের মাধ্যমে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের স্থায়ী কমিটির পক্ষে এতথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।