এ বছর উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বন দফতরের মন্ত্রী নরেশ জমাতিয়া, রাজ্য বিজ্ঞান, প্রযুক্তি দফতরের মন্ত্রী বিজিতা নাথ, ধর্মনগর পুরপরিষদের চেয়ারম্যান শক্তি ভট্টাচার্য, ত্রিপুরা রাজ্যের মুখ্যসচিব সঞ্জিব রঞ্জনসহ অন্য নির্বাচিত প্রতিনিধি ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তব্যে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বিশ্বের পরিবেশকে নির্মল ও সুন্দর রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে বেশি করে গাছ লাগাতে হবে।
অনুষ্ঠানের শেষ দিকে মুখ্যমন্ত্রীসহ অন্য অতিথিরা মাঠ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
এতে ধর্মনগরের বিভিন্ন এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এসসিএন/জেডএস