রাজধানীর অধিকাংশ পাম্পে ‘পেট্রোল ও ডিজেল নেই’ লেখা বোর্ড সাঁটানো। কোনো পাম্পে পেট্রোল আসার খবর পেলেই দেখা দিচ্ছে দীর্ঘ লাইন।
রোববার (৯ জুলাই) সপ্তাহিক ছুটির দিনেও আগরতলার পাম্পে দীর্ঘ লাইন দেখা যায়।
জ্বালানি তেল নিতে আসা সাধারণ মানুষের ক্ষোভ সংশ্লিষ্ট খাদ্য ও জনসংভরণ দফতরের দিকে। তাদের অভিযোগ, প্রশাসন কড়া পদক্ষেপ না নেওয়ায় দিন দিন জ্বালানি তেলের সমস্যা বাড়ছে।
এদিকে পাম্প মালিকদের বক্তব্য, রাজ্যের জ্বালানি তেল আসে গৌহাটি থেকে। সেখানে কোনো ধরনের সমস্যা দেখা দিলে বা জ্বালানিবাহী গাড়িতে ত্রিপুরার জন্য তেল লোড করতে দেরি হলে সমস্যার সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
এসসিএন/এএ