সোমবার (১০ জুলাই) দিনগত রাত আড়াইটা নাগাদ স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে খবর দেন কুমারঘাট ফায়ার সার্ভিস ও থানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনে।
মঙ্গলবার (১১ জুলাই) কুমারঘাট মহকুমা পুলিশ কর্মকর্তা বনজবিপ্লব দাস বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডে সিপিআই(এম) দলীয় কার্যালয় ছাড়াও আটটি দোকান ভস্মীভূত হয়েছে।
শাসকদলের স্থানীয় নেতাদের অভিযোগ, বিরোধীদলের দুষ্কৃতিকারীরা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এসসিএন/এএ