মঙ্গলবার (১১ জুলাই) সকাল থেকে খোয়াই জেলার খামতিংবাড়ী এলাকায় সড়ক অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা। সেতুর উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে সমর্থকরা।
আগরতলাগামী রেললাইন উপড়ে ফেলে বিক্ষোভ করছে কর্মীরা।
আগরতলার সঙ্গে ট্রেন ও দূরপাল্লার বাসসহ পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে দেশের অন্য অংশ থেকে ত্রিপুরার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এভাবে চললে রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের সঙ্কট দেখা দেবে বলে জানিয়েছেন অনেকে।
সোমবার (১০ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৪৪ নম্বর ওখোয়াই জেলার বড়মুড়া পাহাড়ের খামথিং বাড়ি এলাকায় জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ শুরু করেন তারা।
দাবি না মানা হলে এ অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে বলে আইপিএফটি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এসসিএন/আরআর