ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

করেসপনডেন্টস ফোরাম অব আগরতলার সম্মেলন অনুষ্ঠিত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
করেসপনডেন্টস ফোরাম অব আগরতলার সম্মেলন অনুষ্ঠিত  করেসপনডেন্টস ফোরাম অব আগরতলার সম্মেলন অনুষ্ঠিত 

আগরতলা: আগরতলায় করেসপনডেন্টস ফোরাম অফ আগরতলার দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) আগরতলা প্রেস ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনের শুরুতেই সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করা হয়। সেইসঙ্গে মত প্রকাশের স্বাধীনতার ওপর বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা জানানো হয়।

 

সাংবাদিক সঞ্জীব দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। আগরতলায় কর্মরত বিভিন্ন বহিঃরাজ্যের গণমাধ্যমের প্রতিনিধিরা পেশাগত সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন।  

সম্মেলনে সত্যব্রত চক্রবর্তী, শেখর দত্ত ও সমীর ধরকে  উপদেষ্টা মনোনীত করে একটি কমিটি গঠন করা হয়।
 
কমিটিতে সভাপতি সঞ্জীব দেব, সহ-সভাপতি তরুণ চক্রবর্তী, সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য, সহ-সম্পাদক বাপী রায় চৌধুরী, কোষাধ্যক্ষ পিনাকী দাস এবং কার্যকরী কমিটির সদস্য হিসেবে সুজিত চক্রবর্তী, রাহুল সিনহা, প্রণব সরকার এবং প্রবীর শীল নির্বাচিত হন।  
সম্মেলনে এক গুচ্ছ পেশাগত সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০,২০১৭
এসসিএন/বিএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।