এ উপলক্ষে ভারতের কমিউনিস্ট পার্টির (এম) দলের উদ্যোগে বুধবার (৬ ডিসেম্বর) রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনীর শহীদ স্মৃতিস্তম্ভের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাম সমর্থিত দুই ছাত্র এসএফআই ও টিএসইউ সংগঠন যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুন দেব, সভানেত্রী নীলাঞ্জনা রায় প্রমুখ।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর একদল দুষ্কৃতিকারী ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা শহরের ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলে। এরপর ২৫তম পূর্তি উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে সিপিআই(এম) দল।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এসসিএন/এএটি