ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৭৭তম বর্ষপ‍ূর্তি উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
ত্রিপুরায় ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৭৭তম বর্ষপ‍ূর্তি উদযাপন ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৭৭তম বর্ষপ‍ূর্তি উদযাপন, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিপুরায় ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৭৭তম বর্ষপ‍ূর্তি উদযাপন করা হয়েছে।

দিনটি উপলক্ষে শুক্রবার (৯ আগস্ট) সারাদেশের ন্যায় ত্রিপুরায় ‘তেরঙ্গা মার্চ’ নামে দিনব্যাপীএ কর্মসূচির আয়োজন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সেবাদল।  

কর্মসূচির অংশ হিসেবে সেবাদল রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গান্ধীঘাটে গিয়ে শেষ হয়।

মিছিলে সেবাদল, প্রদেশ কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস ও এনএসইউআইয়ের নেতারা অংশ নেন।  

১৯৪২ সালের ৯ আগস্ট ভারত থেকে বৃটিশ শাসকদের তাড়াতে ও স্বাধীনতার দাবিতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ‘ভারত ছাড়ো’ আন্দোলনে শুরু হয় ও পরবর্তীতে বৃটিশরা ভারত ছেড়ে যেতে বাধ্য হয়।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।