বুধবার (৫ ফেব্রুয়ারি) আগরতলার খেজুর বাগান এলাকার রাজ্য অতিথিশালার সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ত্রিপুরার আট জেলার জেলা শাসক, জেলা পুলিশ কর্মকর্তা ও অন্য কর্মকর্তারা ছাড়া ত্রিপুরা সীমান্তের বাংলাদেশের জেলাগুলোর জেলা প্রশাসক, পুলিশ কর্মকর্তা ও জেলা পর্যায়ের অন্য কর্মকর্তারা উপস্থিত আছেন।
পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক সন্দ্বীপ এন মহাত্মা বৈঠক শুরুর আগে বাংলানিউজকে বৈঠকের বিষয়ে জানান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানানোর কথা তিনি জানান।
অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক পাচার রোধসহ ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি সীমান্তের দু’পাশের জেলা শাসকদের মধ্যে সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা করা হবে বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২০২০
এসসিএন/এবি