ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

রমজানে সৌদি আরবে তাপমাত্রা হবে ৬৫ ডিগ্রি!

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, জুন ২, ২০১৫
রমজানে সৌদি আরবে তাপমাত্রা হবে ৬৫ ডিগ্রি!

রিয়াদ: আসছে পবিত্র রমজান মাসে সৌদি আরবের বেশ কয়েকটি এলাকায় তাপমাত্রা ৬৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

সোমবার (০১ জুন) স্থানীয় একটি পত্রিকায় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।



আবহাওয়াবিদ আব্দুর রহমান আল ঘামদি বলেন, রমজান মাসে সৌদি আরবে তাপমাত্রা ৫০ ডিগ্রি থেকে বেড়ে ৬৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

এর আগে ১৯৮৩ সালে ক্যালিফোর্নিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

আল ঘামদি বলেন, এ বছরের ২১ জুন গ্রীষ্মকাল উত্তর গোলার্ধ দিয়ে প্রবেশ করবে আর তখন সূর্য কর্কটক্রান্তির ওপর উলম্ব অবস্থান করবে। আর এ কারণে সৌদি আরবের বিভিন্ন স্থানে অতিরিক্ত গরম অনুভূত হবে।

এ ছাড়া ভারতীয় আবহাওয়ার মতো বাতাসে আর্দ্রতা বেশি হওয়ার সম্ভাবনা থাকায় গরমের পরিমাণ মাত্রাতিরিক্ত হওয়ার সম্ভাবনা আছে। গরম বেশি হওয়ার আরো একটি কারণ হলো, অতিমাত্রায় কার্বন নিঃসরণ হওয়া।

বিভিন্ন কলকারখানা ও গাড়ির জ্বালানি থেকে মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরিত হওয়ায় পৃথিবীতে ভূমিকম্প, আগুন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে বলে মত দেন ঘামদি।

বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ