ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

একাত্তর

নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আখাউড়া মুক্ত দিবস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আখাউড়া মুক্ত দিবস

ব্রাহ্মণবাড়িয়া: নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস। ১৯৭১ এর ০৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয় আখাউড়া।

আখাউড়া উপজেলা প্রশাসন, আখাউড়া পৌরসভা ও মুক্তিযোদ্ধা সন্তান কমিটি নানা কর্মসূচির মধ্যে দিনটি পালন করছে।  

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকালে স্মৃতি সৌধে ফুল দিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। এরপর আখাউড়া পোস্ট অফিসের সামনে পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা, আখাউড়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের ০৬ ডিসেম্বর দেশের পূর্বাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত আখাউড়া হানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধ চলাকালে এখানে যুদ্ধ করতে করতে শহীদ হন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালসহ অসংখ্য মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ৪ ও ৫ ডিসেম্বর তুমুল যুদ্ধের পর ভারতের ত্রিপুরা সীমান্ত ঘেঁষা আখাউড়া শত্রু মুক্ত হয়। পরে আখাউড়া সড়ক বাজার ডাকঘরের সামনে লাল-সবুজ পতাকা উত্তোলন করেন পূর্বাঞ্চলীয় রণাঙ্গনের প্রধান জহুর আহাম্মদ চৌধুরীসহ বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত আখাউড়া দরুইন গ্রামের মাটিতেই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধিস্থল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।