ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

প্রাইমারি ছাড়া সেকেন্ডারি মার্কেটের উন্নয়ন সম্ভব নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
প্রাইমারি ছাড়া সেকেন্ডারি মার্কেটের উন্নয়ন সম্ভব নয়

ঢাকা: প্রাইমারি মার্কেট বাদ দিয়ে সেকেন্ডারি মার্কেটের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

রোববার (২৫ জুন) বিএসইসির কার্যালয়ে শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এসবিজেএ) নবগঠিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, ‘সেকেন্ডারি মার্কেট কখনো একা ভালো চলতে পারে না। প্রাইমারি মার্কেট সুস্থ থাকলে সেকেন্ডারি মার্কেট সুস্থ থাকবে। কারণ বাজারে তারল্যের বড় অংশই আসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে। সেজন্য আমরা বন্ড মার্কেটেও জোর দিচ্ছি। ’

তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের স্বার্থে আমরা ইতোমধ্যে প্লেসমেন্ট বাণিজ্য বন্ধ করেছি। আইপিওর ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করে প্রো-রাটা পদ্ধতিতে শেয়ার বরাদ্দ দিচ্ছি। এতে বিনিয়োগকারীরা লাভবান হচ্ছেন। ’

তিনি বলেন, ‘পুঁজিবাজার খুবই স্পর্শকাতর জায়গা। এখানে আমি, আপনিতো দূরের কথা, একজন অপরিচিত লোকও যদি গুজব রটিয়ে দেয়, তবে তা বাজারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এ বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ’

শিবলী রুবাইয়াত বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমাদের দায়িত্ব বাজার মনিটরিং করা। বাজার কখনো আমরা ঠিক করতে পারবো না। আমরা রেগুলেটর। আমাদের কাজ পলিসি সাপোর্ট দেওয়া। সেজন্য আমরা দায়িত্ব নেওয়ার পরপরই কোম্পানিগুলোর কমপ্লায়েন্সে জোর দিয়েছি। যেন একটা কোম্পানি ভালো ব্যবসা করে রেগুলার ভালো ডিভিডেন্ড দিতে পারে। শুধু তাই নয় আমরা স্টক ডিভিডেন্ডকে নিরুৎসাহিত করতে নানা পদক্ষেপ নিয়েছি। কারণ একটা কোম্পানি যদি ভালো ডিভিডেন্ড দেয় আর সেটা যদি হয় ক্যাশ ডিভিডেন্ড, তাহলে বিনিয়োগকারীরা খুশি হন এবং নতুন বিনিয়োগে আগ্রহী হন। ’

তিনি বলেন, ‘আমরা লো-পেইড আপ কোম্পানিগুলোর পেইড আপ বাড়ানোর বিষয়ে জোর দিয়েছি।

কারণ হিসেবে তিনি বলেন, একটা কোম্পানির শেয়ার দুই হাজার তিন হাজার টাকা কীভাবে হয়? সে বিষয়টি বুঝতে হলে আগে দেখতে হবে ওই কোম্পানির ফ্রি ফ্লোট শেয়ারের পরিমাণ কতো। এখন যেসব কোম্পানির ফ্রি ফ্লোট শেয়ারের পরিমাণ কম তার দামতো বাড়বেই। এজন্য ডিমান্ড না সাপ্লাই কম থাকাটাই মূল কারণ। ’

বিএসইসির চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পরপরই উৎপাদনে না থাকা কোম্পানিগুলোকে উৎপাদনে ফেরাতে চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন কোম্পানি অনুসন্ধানে আমরা দেখেছি, এসব কোম্পানির কোনো কার্যক্রমই নেই। এমনকি কিছু ক্ষেত্রে কোম্পানির শেয়ার কার কার কাছে আছে, এ তথ্য ‍যিনি লিপিবদ্ধ করেন বা যার কাছে থাকে সেই রেজিস্ট্রারও নেই। মধ্যখান থেকে এই কোম্পানিগুলোতে বিনিয়োগকারীরাসহ কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকগুলোও আটকে গেছে। আমরা সেসব কোম্পানি নিয়ে কাজ করছি।

তিনি বলেন, ‘ব্যাংকগুলোকে এনপিএল থেকে বের করতে না পারলে আমরা ক্যাপিটাল মার্কেট কখনো ভালো করতে পারব না। কারণ ব্যাংক যখন চাপে থাকে বাজার চাপে থাকে। ব্যাংকে লিক্যুইডিটি ক্রাইসিস থাকলে, ফরেন এক্সচেঞ্জ মার্কেট অস্থির থাকলে তার নেতিবাচক প্রভাব সরাসরি বাজারে পড়ে। এসব সমস্যা সমাধানেও আমরা কাজ করে যাচ্ছি। ’

বিএসইসির চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি আমরা বিআইসিএমের মাধ্যমে পুঁজিবাজারভিত্তিক মাস্টার্স কোর্সও চালু করেছি। শুধু তাই নয়, সাংবাদিকদের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয় মাথায় রেখে আমরা বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যদের হেলথ ইন্স্যুরেন্সও করে দিয়েছি। ’

এ সময় শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হাসিব হাসান পুঁজিবাজার উন্নয়নে বর্তমান কমিশনের নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এসময় বাজার উন্নয়নে বিএসইসির পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

সভায় বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাসিব হাসান, সাধারণ সম্পাদক তৃষ্ণা হোমরায় তন্বি, সহ-সভাপতি সানি আহমেদ ও এমএইচ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান কবির জনি, সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক স্বপ্নরোজ, কার্যনির্বাহী কমিটির সদস্য শামীম আল মাসুদ, শাহীনুর ইসলাম এবং মো. তারেকুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এমএমআই/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।