ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি বরকতুল্লা ইলেকট্রো ডাইনামিকস লিমিটেড কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড কোম্পানি পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।
গত ১১ ফেব্রুয়ারি কোম্পানিটি বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে জানা গেছে।
৫০ মেগাওয়াট সম্পন্ন এ পাওয়ার প্লাটের ৫১ শতাংশ শেয়ারের মালিক বরকতুল্লা ইলেকট্রো ডাইনামিকস লিমিটেড। কেন্দ্রটি ফার্নেস অয়েল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে।
বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের আটটি ইঞ্জিনের মধ্যে চারটি ইঞ্জিনের উৎপাদন শুরু করে জাতীয় গ্রিডে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪