ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য যে শেয়ার লভ্যাংশ (বোনাস শেয়ার) দিয়েছে তা তাদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ। এর মধ্যে ৫ শতাংশ বোনাস শেয়ার বিওতে জমা হয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৯৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ দশমিক ৮৩ টাকা।
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪