ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের জিপিএইচ ইস্পাত লিমিটেডের বোনাস লভ্যাংশ তাদের বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দেওয়া হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ এপ্রিল, ২০১৪ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ।
গত ১০ নভেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এজন্য রেকর্ড ডেট ছিল ২২ সেপ্টেম্বর।
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে জিপিএইচ ইস্পাতের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা ও শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ২৫ পয়সা।
বাংলাদেশ সময় : ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪