ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর-২০১৪) মুনাফা সামান্য বেড়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৪৫ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানির আর্থিক প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ৬৩ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৪৫ টাকা।
গত অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে সেপ্টেম্বর-২০১৩) কোম্পানির মুনাফা হয়েছিল ৬১ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬.২৭ টাকা।
সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ বিবেচনায় কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৫.৮৬ টাকা।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪/আপডেট ১১৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪