ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বেড়েছে সূচক, ডিএসইর লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়ালো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
বেড়েছে সূচক, ডিএসইর লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়ালো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১ ডিসেম্বর) মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৯৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩১ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৩টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- এবি ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন, অগ্নি সিস্টেমস, গ্রামীণফোন, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা, যমুনা অয়েল, বিডি থাই, খান ব্রাদার্স ও সামিট অ্যালায়েন্স পোর্ট।

লেনদেন হয়েছে মোট ৩৪১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২৩২ কোটি ৩৭ লাখ টাকা।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৫ পয়েন্ট হয়।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১২১ পয়েন্ট হয়।

দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১২০ পয়েন্ট হয়।

দুপুর সোয়া ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৫১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১২৪ পয়েন্ট হয়।

দুপুর ২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৫৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১২৬ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ২১৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৭৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২২২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩২৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৫৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৮ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।

লেনদেন হয় মোট ২৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ১৮ কোটি ৯৩ লাখ টাকা।                   

বাংলাদেশ সময় : ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪/আপডেটেড : ১১৪০ ঘণ্টা/আপডেটেড : ১২৪৩ ঘণ্টা/আপডেটেড : ১৩২৩ ঘণ্টা/আপডেটেড : ১৪১৫ ঘণ্টা/আপডেটেড : ১৪৪৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।