ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

শেয়ারবাজার

টপ লুজারে মেঘনা পেট্রোলিয়াম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
টপ লুজারে মেঘনা পেট্রোলিয়াম

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের শেয়ার সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।

এদিন এ শেয়ার ৩৭ টাকা ৫০ পয়সা বা ১৪ দশমিক ২০ শতাংশ দর হারিয়ে সর্বশেষ লেনদেন হয় ২২৬ টাকা ৬০ পয়সায়।



দিনভর এই শেয়ার ২২৬ টাকা ৫০ পয়সা থেকে ২৩৭ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতের সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন এ শেয়ারের দর ১ টাকা ৭০ পয়সা কমে সর্বশেষ লেনদেন হয় ৩১ টাকা ৮০ পয়সায়।

দিনভর এ শেয়ার ৩১ টাকা ৫০ পয়সা থেকে ৩৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।  

এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল খান ব্রাদার্স, চতুর্থ ইস্টার্ন লুব্রিকেন্ট, পঞ্চম আনোয়ার গ্যালভানাইজিং, ষষ্ঠ ওয়েস্টার্ন মেরিন, সপ্তম এপেক্স স্পিনিং, অষ্টম বার্জার পেইন্টস, নবম ফু-ওয়াং ফুড এবং দশম স্থানে ছিল দেশবন্ধু পলিমার।
 
বাংলাদেশ সময় : ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।