ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ জানুয়ারি) মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৪৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৯ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- অলটেক্স, সাইফ পাওয়ার, আরএসআরএম স্টিল, অগ্নি সিস্টেমস, দেশবন্ধু পলিমার, ঢাকা ডায়িং, লাফার্জ সুরমা, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, ডেসকো ও কেপিপিএল।

লেনদেন হয়েছে মোট ৪১৭ কোটি ০১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৩০৮ কোটি ৪৪ লাখ টাকা।       

এর আগে বেলা ১১টা ০৩ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৪ পয়েন্টে হয়।

দুপুর ১২টা ০৩ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য বেড়ে ৪ হাজার ৯৪৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ১৭২ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৩১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৮২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৪২ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।

লেনদেন হয় মোট ৩০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২৬ কোটি ৯৭ লাখ টাকা।        

বাংলাদেশ সময় : ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫/আপডেটেড : ১২০৯ ঘণ্টা/আপডেটেড : ১৪৪৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।